writer3 Archives - একুশ শতক
চুনীর জন্যই খেলতে এসেছিলাম কলকাতায়
সে বার সন্তোষ ট্রফি খেলতে গিয়েছি তিরুঅনন্তপুরমে। সালটা ১৯৫৬। আমি হায়দরাবাদের হয়ে খেলতে গিয়েছিলাম। চুনী (গোস্বামী) বাংলার হয়ে। ওখানে যাওয়ার পর থেকেই শুনছিলাম চুনীর কথা। আমরা প্রায় সমবয়সি। সবাই বলছিল, ও নাকি দারুণ প্রতিশ্রুতিমান ফুটবলার। কলকাতার মোহনবাগানের হয়ে ভাল খেলছে। দুর্দান্ত ড্রিবল করে। অসাধারণ পাস দেয়। গোলের জায়গা করে নিতে পারে মুহূর্তে। এটা শোনার পর […]