Avijit Kundu Archives - একুশ শতক
Avijit Kundu Archives - একুশ শতক

অ্যাম্বুল্যান্স থেকে ফের রোগীকে পথে ‘ফেলে যাওয়ার চেষ্টা’

ফের অ্যাম্বুল্যান্স থেকে রোগীকে মাঝপথে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠল। তবে আগের দু’বারের মতো এ বার আর রোগীকে ফুটপাতে নামিয়ে দিয়ে চলে যেতে পারেনি অ্যাম্বুল্যান্সটি। এলাকার বাসিন্দাদের বাধায় ওই রোগীকে ফের তুলে নিয়ে যান চালক।